আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণ ন্যাক্কারজনক : রিজভী

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির সিনিয়র নেতাদের বাড়িতে বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনা শুরু হয়েছে। সরকারকে বলতে চাই- এভাবে ভীতির পরিবেশ তৈরি করে নির্বাচন একতরফাভাবে করতে দেবে না দেশের জনগণ।

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ মন্তব্য করেন।  বিবৃতিতে তিনি আরো  বলেন,  নামসর্বস্ব কতিপয় রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে আয়োজন করার মাধ্যমে আবারও জোর করে ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। আর এ জন্যই সারা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

জনগণ এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভয় দেখাতে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেপ্তারের মতো নির্মম কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি বলেন, জনগণের ক্ষমতাকে অস্বীকার ও জনদাবিকে অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।

উল্লেখ্য, সিলেট নগরের কুমারপাড়া এলাকায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে  বুধবার সন্ধ্যা রাতে অজ্ঞাত দৃর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। বাসার সিসিটিভি ফুটেজে ৩ জনেক দেখা গেছে।  রাত সাড়ে আটটার দিকে ২ ব্যক্তি বাসভবনের প্রধান ফটকের দিকে দুটি ও ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং অপর ব্যক্তি সেই দৃশ্য ভিডিও করে।

আরিফুল হক চৌধুরী বলেছেন, নিশ্চয়ই কারো হুকুম তামিল করার জন্য এমনটি করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সাফল্য রেকর্ড করে হয়তো সেখানে পাঠােনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *