আবদি মোহাম্মদ বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেট্‌স কাউন্সিলের বো ইস্টে নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদি মোহাম্মদ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি কাউন্সিলর পদে জয় লাভ করেন।

লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আবদি মোট ১,২৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির রুপার্ট জর্জ পেয়েছেন ৭২২ ভোট। কনজারভেটিভ পার্টির প্রার্থী রবিন উইলিয়াম এডওয়ার্ডস পেয়েছেন ২৩৯ ভোট, লিবারেল ডেমোক্র্যাট পার্টির সিওভান লিনজি প্রাউডফুট পেয়েছেন ১৪৮ ভোট। এই উপ—নির্বাচনে ভোট পড়েছে ১৫.১৮ শতাংশ।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিটার্নিং অফিসার এবং প্রধান নির্বাহী স্টিফেন হ্যালসি বলেছেন, “নির্বাচিত হওয়ায় আমি কাউন্সিলর মোহাম্মদকে অভিনন্দন জানাতে চাই এবং আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, নির্বাচন কমিশন, মেট্রোপলিটন পুলিশ এবং আরও অনেকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন যারা, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *