আফগানিস্তানগামী কন্টেইনারগুলো ছেড়ে দিতে রাজি পাকিস্তান

সাম্প্রতিক
শেয়ার করুন

করাচি বন্দরে আটকে থাকা আফগান ব্যবসায়ীদের পণ্য খালাসের ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছে তালেবান সরকার।

বৃহস্পতিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীদের মধ্যে বৈঠকের সময় একটি চুক্তি হয়েছে। ইসলামাবাদে আফগানিস্তান দূতাবাস এক্সে (সাবেক টুইটার) একথা জানিয়েছে।

আফগান ব্যবসায়ীদের পণ্য ভর্তি হাজার হাজার কনটেইনার করাচি বন্দরে পাকিস্তানি কর্তৃপক্ষ পার্ক করে রেখেছে। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। শিল্প ও বাণিজ্য মণালয়ের কর্মকর্তাদের বরাতে টোলো নিউজ জানিয়েছে, সেখানে ৩ হাজারের বেশি কন্টেইনার আটকে আছে।

 

ইসলামাবাদে আফগান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, শিল্প ও বাণিজ্যমন্ত্রী (ভারপ্রাপ্ত) নুরুদিন আজিজির নেতৃত্বে এক প্রতিনিধি দল পাকিস্তানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে সাক্ষাৎ করে সমাধানে এসেছেন।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে আফগান ব্যবসায়ীদের আটকে থাকা ট্রানজিট পণ্য এবং আফগানিস্তানে ফিরে যাওয়া শরণার্থীদের পণ্য স্থানান্তর সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *