অনুবাদ মাসুম খলিলী:
এক. আপনার দায়িত্ব আপনার একার। কেউ আপনার কাছে ঋণী নয়। সর্বশক্তিমান ছাড়া কারো কাছে কিছু আশা করবেন না। এইভাবে আশা করে আপনি হতাশ হবেন না। অন্যের প্রতি খারাপ অনুভূতি থেকে আপনার হৃদয়কে মুক্ত করুন। শুধুমাত্র তাঁর উপর নির্ভর করুন। প্রকৃতপক্ষে তিনিই আমাদের জন্য যথেষ্ট।
দুই. আপনি কি ব্যথাক্রান্ত? আপনি কি হারিয়ে গেছেন বলে অনুভব করেন? আপনি কি সুড়ঙ্গের শেষে কোন আলো ছাড়াই অন্ধকার জায়গায় আছেন? আপনি কি আশাহীন বোধ করেন? সর্বশক্তিমান যিনি আপনার জন্য জিনিসগুলি ঠিক করার জন্য অপেক্ষা করছেন তার দিকে ফিরে গিয়ে সমস্ত কিছু ঘুরিয়ে দিন। দৃঢ় বিশ্বাসের সাথে আজ এটি করুন যে জিনিসগুলি আরও ভাল হবে।
তিন. সর্বশক্তিমান। ফিলিস্তিনে চলমান বেদনা ও ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে আমরা আপনার সাহায্য চাই। আগ্রাসন থেকে জনগণকে রক্ষা করুন। আমরা আপনার কাছে জনগণের জন্য ন্যায়বিচারের প্রার্থনা করছি। যারা নিহত হয়েছেন এবং যে বেসামরিক নাগরিকদের প্রতিদিন টার্গেট করা হচ্ছে তাদের জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। আপনিই আমাদের আশ্রয় ও শক্তি।
চার. আপনার আরামের বলয় থেকে বেরিয়ে আসুন। সেখানে কিছুই হয় না। জীবন চলমান। এখানে শিখতে থাকুন। নিজেকে বিকাশমান রাখুন। অস্বস্তির মুখোমুখি হবেন। চলতে থাকুন। ভাববেন না যে, দুর্ভোগ আপনাকে দুর্বল করে দেবে। এটা কখনো হয় না। এটি সর্বশক্তিমানের সৃষ্ট জীবনের গভীরতারই প্রকাশ ঘটায়। সুতরাং যখন ব্যথা আপনাকে কাতর করবে, তখন মনে করবেন, তিনি পাশেই আছেন।
পূনশ্চঃ
এক. আপনি রাখবেন না জেনে শুনে কাউকে মিথ্যা আশা ও শূন্য প্রতিশ্রুতি দেবেন না। সেটা করা ভুল। মনে রাখবেন, আপনি যা করবেন তার জন্যই আপনাকে
স্মরণ করা হবে; আপনি যা বলবেন তার জন্য নয়।
দুই. বিশ্বের নেতিবাচকতা আপনাকে হতাশ করতে থাকবে এমনটি হতে দেবেন না। কাউকে আপনাকে বলতে দেবেন না যে, আপনার সামনে কোনও আশা নেই। আপনার বোঝাকে ডুবিয়ে দিতে দেবেন না আপনাকে। আপনার জীবনের প্রতি আশীর্বাদগুলি যতই ছোট হোক না কেন তাতেই ফোকাস করা শুরু করুন।
তিন. নিজের প্রতি সদয় হোন। নিজেকে কিছুটা করুণা করুন। আপনার মনে যা চলছে সেগুলি প্রক্রিয়া করার জন্য নিজেকে সময় ও অবকাশ দিন। আপনাকে তাড়াহুড়ো করতে বা উদ্বিগ্ন করতে দেবেন না কাউকে। মনে রাখবেন, এটি আপনার অভিযাত্রা, অন্য কারও নয়। এজন্য উদ্দীপ্ত হোন, শক্তি নিন। যিনি আপনাকে তৈরি করেছেন তাঁর কাছ থেকে আপনার শক্তি প্রার্থনা করুন।
চার. আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি বুঝতে পারবেন না। এটি ঠিকই আছে। সর্বশক্তিমান এমন আশ্চর্যভাবে কাজ করেন যা আমাদের মন মাঝে মাঝে অনুধাবন করতে পারে না। সবকিছু বোঝার চেষ্টা করবেন না। আপনি হতাশার মধ্যে শেষ হবেন। আপনাকে কেবল তাঁকে বিশ্বাস করতে হবে। এখানে বিশ্বাস আসে ভেতর থেকে!
পাঁচ. সর্বদা মনে রাখবেন যে প্রত্যেকে কোন না কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন; তারা যেভাবে পারেন এবং লভ্য যা কিছু আছে তার সেরা উপায়ে ব্যবহার করে এসব ইস্যু নিয়ে কাজ করেন। কেউ নির্ভুল নন। এটি হলো পৃথিবীর প্রকৃতি যেখানে আমরা বসবাস করছি। সুতরাং অন্যের ত্রুটি, অসম্পূর্ণতা, বিচ্যুতি ও দুর্বলতাগুলি গ্রহণ করে নিতে শিখুন।
ছয়. সর্বশক্তিমান। জীবন যাদের সবসময় নতুন চ্যালেঞ্জ ও অসুবিধায় ফেলে তাদের এই দুনিয়ার চাপকে মোকাবেলা করার ক্ষেত্রে সহজতা দান করুন। উদ্বেগ ও চাপ থেকে তাদের মুক্তি দিন। তাদের হৃদয় ও মনে শান্তির বসবাস সৃষ্টি করুন। আমাদের প্রার্থনা কবুল করুন।
দ্রষ্টব্যঃ
আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো। (সুরা কামার: ৪৯-৫০);
এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে দান করবেন রিযিক। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই; অবশ্যই আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্ৰা। (সুরা তালাক: ৩)
পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি সংঘটিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। এটা (ভাগ্য নির্ধারণ) এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের। (সুরা হাদিদ : ২২-২৩)
জলে ও স্থলে যা কিছু আছে সে সম্পর্কে তিনিই অবগত, তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে (ভূগর্ভের অন্ধকার স্তরে) এমন কোনো শস্যকণাও অংকুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। (সুরা আনআম: ৫৯)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট