আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলার আসামী হয়েও অ্যাপ্রুভার(রাজসাক্ষী) হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার মামলার তিন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা। এই সকল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।

