মাতৃভূমির উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘জালালপুর এডভান্সমেন্ট কমিটি ইউকে’র (জ্যাক) প্রথম সাধারণ সভা ও নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয়। জালালপুরবাসী ছাড়াও সাংবাদিক-সাহিত্যিক-সহ প্রবাসের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
জ্যাক সেক্রেটারি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ) কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যাক সভাপতি কমিউনিটি নেতা মুনির আহমদ। তিনি সমতা, স্বচ্ছতা, অংশগ্রহণ এবং জবাবদিহিতা বিষয়ক সংগঠনের চার মূলনীতি উপস্থাপন করে সবাইকে তা যথার্থভাবে মেনে চলার আহবান জানান।
অনুষ্ঠানে জ্যাক সহ-সভাপতি আব্দুল বাছিত চৌধুরী বিগত বছরের ফাইনান্স রিপোর্ট পেশ করেন। তাকে সহযোগিতা করেন রেজওয়ান আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন সদস্য মি. হান্নান। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাঅয়াত করেন সমাজসেবী সামছুল ইসলাম। সবশেষে বিগত বছরে সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জ্যাক উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাষ্টার সামছুর রহমান।
এরপর নতুন ট্রার্মের ট্রাস্টি, সভাপতি, সেক্রেটারি, কোষাধাক্য-সহ সতের সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সংগঠনের বর্তমান ট্রাস্টি মুনির আহমদ এবং ব্যারিস্টার মুসতাক আহমদ ছাড়াও নব নির্বাচিত ট্রাস্টিরা হচ্ছেন শহীদুজ্জমান, জালাল আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, বদরুল ইসলাম ও গোলাম জিলানি।
সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে আবারো দায়িত্ব প্রাপ্ত হন সভাপতি মুনির আহমদ, সেক্রেটারি ব্যারিস্টার মুসতাক আহমদ ও কোষাধ্যক্ষ শহীদুজ্জামান। নির্বাচিত কার্যকরী সদস্য হলেন- এম এ বাছিত চৌধুরী, হেলাল আহমদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, রেজওয়ান আহমদ, মামুনুর রশিদ তানভীর, ফয়সল আহমদ, আব্দুল মুমিন, মোহাম্মদ খলিফা, সামছুল ইসলাম ও শাহ আলম রাজন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বিলেতে জালালপুরের পরিচিত ব্যক্তিত্ব কমিউনিটি নেতা মাসুদুল হক, ব্যারিস্টার আব্দুস সালাম, সফল সংগঠক আব্দুল মুকিত।
নব নির্বাচিত জ্যাক সভাপতি একটি সুন্দর নির্বাচন পরিচালনার জন্য সম্মানিত নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান এবং আনন্দঘন পরিবেশে এজিএম সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেক্রেটারি ব্যারিস্টার মুসতাক আহমদ আগামী দিনে সংগঠনে সৃজনশীলতা বৃদ্ধি, প্রবাসের নতুন প্রজন্ম এবং মহিলাদের অংশগ্রহন ও নেতৃত্বে তাদের অবদান রাখার জন্য বিশেষ প্রয়াস চালাবেন বলে জানান।