আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করবে গ্রেফতারি পরোয়ানা!

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু-সহ ইসরায়েলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল ১২ নিউজ জানায়, সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ ‘জরুরি বৈঠক’ করেছেন।

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে এই পরোয়ানা জারির খবর শুনে দেশটিতে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশনের খবরেও এ তথ্য জানানো হয়েছে।

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে বলে বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশন জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের অফিস টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং দেশটির প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে।

অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরে বৈঠকটি ডাকা হয়েছিল বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে কাটজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবেং গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য ‘কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের’ সহায়তা নেয়া হবে।

নেতানিয়াহু ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করে তাদের সহায়তা চেয়েছেন বলে টিভির খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র : টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *