অবহেলিত নারীদের নিয়ে ফৌজিয়া খাতুন রানার ‘স্বপ্নগ্রাস’

গল্প-উপন্যাস সময় সাহিত্য সাম্প্রতিক
শেয়ার করুন

বইমেলায় প্রকাশিত হয়েছে ফৌজিয়া খাতুন রানার নতুন বই ‘স্বপ্নগ্রাস’। বইটির বিষয়বস্তু বেশ গুরুত্ব বহন করে। কারণ, লেখক প্রবাসে অবহেলিত নারীদের নিয়ে এই বইটি লিখেছেন। আমাদের দেশের অনেক উচ্চবিত্তের মেয়েরা ইউরোপ আমেরিকায় পড়াশুনা করতে এসে যে সকল বিপদের মধ্যে পড়েন এবং সে সব বিপদ থেকে কিভাবে তারা নিজেদের উদ্ধার করে তার বিষদ বর্ণনা এই বইয়ে তিনি লিপিবদ্ধ করেছেন। আর যারা এই বিপদকে মোকাবেলা করতে পারেন না তারা কি কি সমস্যায় পড়ে জীবনকে ও সময়কে বিসর্জন দেন তাদের কথাও এই বইতে আলোকপাত করা হয়েছে।

‘স্বপ্নগ্রাস’ নিয়ে লেখকের জীবনসঙ্গী রানা তাসলিম উদ্দিন বলেন, The sun always shines on the other side – এটা ভেবেই আমাদের অনেক সন্তান বিদেশে পাড়ি দিয়ে জীবনকে ভিন্ন কালচারের সাথে মিশিয়ে ফেলে, পরবর্তীতে সেখা থেকে ফিরে আদা আর সম্ভব হয় না বলেই জীবন বিপথে যায়।

তিনি আরও বলেন, এই বইতে অত্যন্ত একটি বাস্তবচিত্র প্রস্ফুটিত হয়েছে যা আমাদের অনেকেরই দৃষ্টিগোচর হয় না। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত যে সব ঘটনা ঘটছে তা থেকেই লেখক তার অন্তরদৃষ্টি দিয়ে দেখেছেন ও এই বইতে উল্লেখ করেছেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি একটি জটিল সমিকরন। এই জটিলতা নিয়ে লেখা এই বই আমার বিশ্বাস পাঠক সমাদৃত হবে।

বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির রাবেয়া বুকস প্রকাশনীর ১২১-১২২ স্টলে। এছাড়াও অনলাইন বুকশপ থেকেও পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *