অন্বেষণ । সাঈদ চৌধুরী

ছড়া-কবিতা সময় সাহিত্য
শেয়ার করুন

অন্বেষণ
গীতিকবি: সাঈদ চৌধুরী
সুর, সংগীত ও কন্ঠ: ফাহিম ফয়সাল

রাতের ঐ নীলিমায়
খুঁজে দেখো নিরালায়
চাঁদের আলোয় যতদূর চোখ যায়
কবিতা দাঁড়িয়ে আছে প্রতিক্ষায়! ।।

🎶 বসন্তের কোলাহলে
ময়ুরের মতো পুচ্ছ মেলে
কিংবা মহাকাশে প্রলয় তোলে
হিমেল কুয়াশা আর বৃষ্টির জলে ।।

🎶 প্রিয়জনের অশ্রুত অভিমানে
নিশিদিন প্রহেলিকায়, প্রহসনে
বিশ্ব জাহানের রহস্য অন্বেষণে
কবিতা খুঁজো, আলোর অভিযানে ।।

Play Video:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *