‘অনন্ত সম্ভাবনা’ নিয়ে এগিয়ে চলছে টাওয়ার হ্যামলেটস

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটস অংশীদারিত্ব ও কমিউনিটি নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় ‘অনন্ত সম্ভাবনা’ নিয়ে এগিয়ে চলছে। টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যত দিক নির্দেশনা নির্ধারণে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, ধর্ম, কমিউনিটি সেফটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বিভিন্ন ক্ষেত্রের ১০০ জনেরও বেশি পেশাজীবী একত্রিত হয়েছিলেন।

টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল ২০৩৫ সালের জন্য একটি নতুন কৌশলগত ভিশন তৈরির জন্য ধারণা বিনিময় এবং স্থানীয় কমিউনিটির উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা।

এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের এই বৈচিত্রপূর্ণ, ঐতিহ্যবাহী এবং অশেষ সম্ভাবনাময় এলাকার ভবিষ্যৎ গড়ার জন্য আমরা একত্রিত হয়েছি। স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদ আশেপাশে সবার জন্য উন্নত সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

নির্বাহী মেয়র বলেন, “আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তবে টাওয়ার হ্যামলেটস বরাবরের মতো এগিয়ে যাবে। আমি গর্বিত আমাদের কমিউনিটির সহযোগিতা এবং সমতার লক্ষ্যে আমাদের কাউন্সিলের বিনিয়োগ নিয়ে।”

টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র ফেতুমা হাসানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের রয়েছে অসীম সম্ভাবনা। আমরা কেবল স্বপ্নই দেখবো না, আমাদের সবার জন্য সফলতার পথ খুলে দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *