৩২ বছর বয়সে মোহাম্মাদ আলী নিজের সেরা সময় পেছনে ফেলে জো ফ্রেজিয়ারের কাছে হেরে জর্জ ফোরম্যানের মুখোমুখি হয়েছিলেন। সময়টা ছিল ৩০ অক্টোবর, ১৯৭৪। যেটি শতাব্দীর বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি।
কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে এদিন আন্ডারডগ হিসেবেই নেমেছিলেন মোহাম্মদ আলী। সেই ম্যাচে ফোরম্যানের বিপক্ষে আলীর হয়ে বাজি ধরার খুব লোকই ছিল। কিন্তু ‘গ্রেটেস্ট অব অলটাইম’ মোহাম্মদ আলী ঠিকই সেই ম্যাচ জিতে নিয়েছিলেন। সেই জয়ে মোহাম্মদ আলীর পাওয়া চ্যাম্পিয়নশিপের বেল্ট সম্প্রতি নিলামে উঠিয়েছিল ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। সেখানে ৬.১৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপের সেই বেল্ট। বাংলাদেশি অর্থমূল্যে যা ৫৮ কোটি ৩০ লাখ টাকার মতো।নিলামে চ্যাম্পিয়নশিপের বেল্টটি কিনে নেন জিম ইয়ারসে। যিনি এনএফএল দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের স্বত্বাধিকারী। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে জনসাধারণের জন্য বেল্টটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন ইয়ারসে। মোহাম্মদ আলীর সেই ম্যাচ গ্যালারিতে দেখেছেন ৬০ হাজার দর্শক। আর পুরো বিশ্বে টিভিতে দেখেছেন ১০০ কোটিরও বেশি দর্শক। সে সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠান সর্বোচ্চসংখ্যক দর্শক দেখার রেকর্ড এটি। আয়োজকেরা তুলে নেন ১০০ মিলিয়ন ডলারের বেশি।
‘গ্রেটেস্ট অব অলটাইম’ খ্যাত মোহাম্মদ আলী ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে পরপারে পাড়ি জমান।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার