জার্মানিতে গত ৫০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সরকারি হিসাব অনুসারে, বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৭.৯ ভাগ।
৩০ মে, সোমবার জার্মান পরিসংখ্যান সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে দেখা যায়, গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে দেশটিতে জ্বালানির মূল্য বেড়েছে ৩৮.৩ ভাগ এবং খাদ্যের মূল্য বেড়েছে ১১.১ ভাগ। এর ফলে দেশে মুদ্রাস্ফীতি ১৯৭৩-৭৪ সালে সৃষ্ট সংকটের অবস্থায় পৌঁছেছে।
জার্মান পরিসংখ্যান সংস্থার তথ্য মতে, দেশের জ্বালানি এবং খাদ্য মূল্য বেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে তারা দেখাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতের বিষয়টি।এছাড়াও করোনা মহামারীর সময় খাদ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ফলেও দাম বেড়েছে বলে তারা জানায়। পরিস্থিতি মোকাবেলায় দেশটির বর্তমান সরকার ভোক্তাদেরকে নানা রকমের সুযোগ সুবিধা দেয়ার নীতি গ্রহণ করছে। পাশাপাশি পরিবহন খরচ কমানোর জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত গ্যাসের মূল্যে ভর্তুকি দেয়ার চিন্তাভাবনাও করছে।
তবে দেশটির অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, গ্যাসের মূল্যে ভর্তুকি দিলে জার্মানিতে মুদ্রাস্ফীতির পরিমাণ আরো বাড়তে পারে।
খাদ্য এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি মুদ্রাস্ফীতি এখন ৮.৭ শতাংশে পৌঁছেছে। আর এর ফলেই গত ৫০ বছরের মধ্যে দেশে মুদ্রাস্ফীতির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার