নিত্যদিনের ঘরকন্যার নানা ব্যস্ততা সামলে বিভিন্ন অঙ্গনে বিকশিত প্রতিভার সাক্ষর রেখে যে সকল নারীরা নিজেদেরকে অন্যতম প্রমাণিত করে চলেছেন, সেই সকল নারীদের মঞ্চ ‘কিউট আজকের অনন্যা’। অনুষ্ঠানের প্রতি পর্বে চারজন নারী আমন্ত্রিত হয়ে আলোকিত করেন এই মঞ্চ।
‘কিউট আজকের অনন্যা’ নিয়ে অনুষ্ঠান প্রযোজক তুষার জামাল বলেন, ১, ৫০, ১০০, ২০০ পর্ব শেষে অবশেষে ৩০০ পর্বে পৌঁছে গেছে ‘কিউট আজকের অনন্যা’। এই আয়োজনে অংশগ্রহণকারী প্রত্যেকেই এক একজন অনন্যা, কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তাই নিয়ম রক্ষার স্বার্থে একজনকে হতেই হয় বিজয়ী অনন্যা। আমাদের কাছে এই সংখ্যাটি এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলতে চলতে ‘কিউট আজকের অনন্যা’ পৌঁছে গেছে ৩০০ তম পর্বে। এই শুভক্ষণে জিটিভি এবং কিউট আজকের অনন্যা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের অনন্যার সুদীর্ঘ ১১ বছর পথ চলায়-অংশগ্রহণকারী, উপস্থাপক, টেলিভিশন ম্যানেজমেন্ট, সমস্ত কলাকুশলী, টিম মেম্বারসহ সকলের প্রতি আমরা কৃতহ্ঝতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষপটে এই ধরনের একটি ধারাবাহিক গেম শো নির্মাণ করা আমার কাছে খুবই চ্যালেঞ্জের বিষয় ছিলো। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো একটি অনুষ্ঠান নির্মাণ করার চেষ্টা করে থাকি, কিউট আজকের অনন্যার সাথে সম্পৃক্ত সেই সকল টিম মেম্বারদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবার আন্তরিক সহযোগিতা না থাকলে কোনভাবেই অনুষ্ঠান ৩০০ তম পর্বের মাইল ফলক স্পর্শ করতোনা। বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে সহ টিমের উপর সব সময় বিশ্বাস রেখেছেন এবং সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে। তার মধ্যে জিটিভি পরিবার এবং কিউট পরিবার সহ সকলকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি।তানিয়া আহমেদ এর উপস্থাপনায় গেম শো ‘কিউট আজকের অনন্যা’র ৩০০ তম পর্ব দেখতে চোখ রাখুন জিটিভিতে (গাজী টিভি) আগামী ১৬ জুন, বৃহস্পতিবার রাত ৯ টায়।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার