২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কক্সবাজারের বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তবে আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট। সব হত্যাকান্ডের বিচার করতে হবে। বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার পরে অন্য কাজ। এই বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সম্মান ও মর্যাদার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারি না।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. পরিমল কান্তি শীল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামি নির্বাচনে সৎ মানুষকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যদি তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সুশাসন, সুবিচার ও সুষম উন্নয়ন পাবেন। তিনি কক্সবাজারের চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

ডা শফিকুর রহমান বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুত সময়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদেরও সে রকম হওয়া কথা ছিল। কিন্তু বাংলাদেশের মানুষের সেই আশা পূরণ হয়নি। উদাহরণ টেনে বলেন, আমরা একটি স্বাধীন বিচারব্যবস্থা আজও পেলাম না। আমাদের সর্বোচ্চ বিচারালয় সুপ্রীম কোর্টের বিচারক আদালতের এজলাসে বসেই বলেছেন, ‘আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ।’ আমি জানতাম ছাত্রজীবনে তিনি একটি রাজনৈতিক দলের ক্যাডার ছিলেন। আমরা ধারণা করেছিলাম, বিচারকের আসনে বসার পর তারা বিচারকের আচরণ করবেন। দুইজন একই কথা বলেছিলেন। তার মধ্যে একজন আগে প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করেছিলেন। আরেকজন দরজায় লাথি দিয়েছিলেন। এদের বিচারে আমাদের ১১ জন দায়িত্বশীলকে হারিয়েছি। আমাদের কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে। কাউকে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আযমের জেলখানায় মৃত্যুর জানাজাতে যাতে মানুষ অংশ নিতে না পারে সেজন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। এরপরও আমাদের কোন নেতা দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তাও করেননি, চেষ্টাও করেননি। বরং মীর কাসেম আলী আমেরিকা থেকে চলে এসেছেন। এসব হত্যাকান্ডের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। যারা প্রতিবাদ করেছিল তাদের কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছিল। কেবল পুরুষ না মহিলাদেরও একইভাবে হত্যা করা হয়

আমীরে জামায়াত আরও বলেন, আমাদের সন্তানদের আওয়াজ ছিল ‘উই ওয়ান্ট জাস্টিজ’। আমরা বৈষম্য চাই না। আমরা ন্যায়বিচার পূর্ণ একটি সাম্যের সমাজ চাই। কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের রূপ দিয়েছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগুরু সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রেখেছিল, তাদের প্রয়োজন ছিল পুলিশ দিয়ে গুলি করে আন্দোলন দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোন স্বৈরাচারি সরকার কোথাও কোনভাবে দমন করে সফলতা লাভ করতে পারেনি।

ডা শফিকুর রহমান বলেন, আমরা আমাদের গর্বিত সন্তানদের স্যালুট জানাই। আমরা সাড়ে ১৫ বছর আন্দোলন করেও স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। এটাই সত্য কথা। শেষ আঘাতটা তরুণদের নেতৃত্বে হয়েছে এবং জাতি সফল হয়েছে। এর কৃতিত্ব তাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ কেউ অবশ্য নিজেরা দাবি করে আমি মাস্টারমাইন্ড, অমুক ভাই মাস্টারমাইন্ড, তমুক নেতা মাস্টারমাইন্ড। আল্লাহর আইন চাওয়ার কারণে জামায়াতের ওপর সবচেয়ে বেশি আঘাত এসেছে বলেও উল্লেখ করেন জামায়াতের আমীর।

জামায়াতের আমীর জিজ্ঞেস করেন কক্সবাজারে চাঁদাবাজি দখলবাজি আছে কি-না। উপস্থিত জনতা বলেন, ‘আছে’। কারা করেন? তারা কী অন্য কোনো গ্রহ থেকে এসে করে? জবাব আসে ‘না’। এদেশের কিছু মানুষ করে। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। এগুলো করবেন না। এগুলো করলে শহীদের আত্মারা কষ্ট পায়। আহতরা কষ্ট পায়। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে। কিন্তু চাঁদাবাজি দুর্বৃত্তপনা করবেন না। তিনি বলেন. আপনারা কি জানেন, চাঁদাবাজির মাধ্যমে এদেশের একজন ভিক্ষুককেও কষ্ট দিচ্ছেন? চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করার পরামর্শ দেন জামায়াতের আমীর।

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, এরাই মূলত ডাকাত। এরা দেশের সব কিছু লুণ্ঠন করেছে। মানুষের জায়গা-জমি দখল করেছে। মানুষের ইজ্জতের ওপর হাত দিয়েছে। মানুষকে বাস্তুভিটা হারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। আমরা আমাদের ভাইদের আশ্বস্ত করতে চাই, আমরা এই দেশে মেজরিটি মাইনোরিটি মানি না। যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই এই দেশের মর্যাদাবান নাগরিক। ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। ইসলাম কারো ওপর জোর করার অধিকার রাখেনা। অন্য ধর্মও আরেক ধর্মের ওপর জোর খাটাতে পারবে না, যদি সেটা ধর্ম হয়ে থাকে। আমরা আমাদের অবস্থান থেকে সবাই প্রতিবেশি ভাই ভাই হয়ে থাকবো ইনশা আল্লাহ।

কারো উস্কানিতে কারো ক্ষতি সাধন করতে দেওয়া হবে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত। একজন অপরাধী হলেও তাকে আইনের হাতে তুলে দিবো। তবে একথাও বলতে চাই বিচারকরা আইনের নামে অবিচার করুক-তা দেখতে চাই না। দুর্ধর্ষ অপরাধী লুটেরাদের জনগণ আপনাদের হাতে তুলে দিলো আর আপনারা পরেরদিন তাদেরকে ছেড়ে দিবেন এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্নভিন্ন করে ফেলেছিল; তাদের জেলের জিম্মায় রেখে বিচার কাজ সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়েনি, জনগণ সহযোগিতা করবে আইন-শৃঙ্খলাবাহিনীকে। তাদের পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে।

কক্সবাজারকে বিশাল সম্ভাবনাময় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আশ্চর্যের বিষয় হলো এখানে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। কক্সবাজার কী সৎ মায়ের এলাকা? না-কি বাংলাদেশের অংশ। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তাওফিক দান করেন, তাহলে ইনশা আল্লাহ যে এলাকাগুলো বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমে উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা সে সেটা পাবেন। অধিকার পাওয়ার জন্য রাজপথ অবরোধ করতে হবে না; এখন যেভাবে হচ্ছে। যখন যা দরকার, বৈষম্যহীন দৃষ্টিকোন থেকে তখন তা করবো ইনশা আল্লাহ। সরকারে যারা যাবেন, সেবার দায়িত্ব যারা পাবেন, তাদের বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে। প্রতিটা মানুষকে সম্মান করতে হবে। আপনারা মানুষের মালিক নন, মানুষের সেবক। এটা মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে মানুষের ওপর তান্ডব ও ফ্যাসিজম চালানো সম্ভব নয়। বাংলাদেশ আবার ফ্যাসিজমের হাতে ফিরে যাক, সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এটা কী বাংলাদেশের মানুষ চায়? নিশ্চয়ই না। যদি তা আমরা না চাই, তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারা দেশকে গড়ে তুলতে চাইছে? তাদের হাতের সাথে আগামিতে জনগণকে হাত মিলাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *