১৯৭১ সালের গণহত্যা ও জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও শোকাবহ এই দিনে, ১৯৭১ সালের ভয়াল গণহত্যায় শহীদদের স্মরণে হাইকমিশন এই কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ২৫ মার্চ বিকালে হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরু হয় ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। এরপর ১৯৭১ সালের গণহত্যা এবং জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত বাণী পাঠ করা হয়।

এরপর হাইকমিশনার আবিদা ইসলাম ২৫ মার্চের ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপট ও মহান স্বাধীনতা সংগ্রামের অপরিহার্যতা তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘২৫ মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ রাতে বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নির্মূল করার চেষ্টা হয়েছিল, যা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে এবং মুক্তিকামী জনগণের অদম্য চেতনা রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনে।’

হাইকমিশনার আরও বলেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *