আজ বাসায় ফিরতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। অবশ্যৗ মঙ্গলবার রাতে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বলেছিলেন, তিনি সুস্থ হতে আরও সময় লাগবে।
জানা যায়, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ বোধ করছিলেন বিএনপির মহাসচিব। এরপর দুই দিন ধরে তার খারাপ লাগছিল। পরে চিকিৎসকের পরামর্শে রোববার তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন তিনি। এখন অনেকটা সুস্থ আছেন।