তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নারীদের হেডস্কার্ফ পরার অধিকার নিশ্চিত করার ব্যাপারে দেশব্যাপী গণভোটের প্রস্তাব দিয়েছেন।
বিষয়টি এরদোগানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার দল ২০১৩ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর আরোপিত দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। সাম্প্রতিক সময়ে বিশেষ করে ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে তুরস্কের রাজনীতিতে হেডস্কার্ফ ইস্যুটি রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে।
তুরস্কে এরদোগানের দুই দশকের নিয়ন্ত্রণের ওপর এই ইস্যুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সৃষ্টি করতে চলেছে বলে অনেকে মনে করছেন। এরদোগান শনিবার প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারগ্লুকে লক্ষ্য করে বলেন, আপনার যদি সাহস থাকে, তবে আসুন, এই ইস্যুতে গণভোটের আয়োজন করি। আসুন, জাতিকে আমরা সিদ্ধান্ত নিতে বলি।
আধুনিক সেক্যুলার তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত সিএইচপি পার্টির প্রধান হলেন এই কিলিকদারগ্লু। তার দল স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা আনতে পারে, এমন ভয় দূর করার জন্য তিনি স্কার্ফ পরার অধিকার নিশ্চিত করার একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছেন।তুরস্কে ৯৯০-এর দশকে হেডস্কার্ফ ছিল প্রধান বিষয়। কিন্তু বর্তমানে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ তুরস্কে কোনো দলই এর ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত নয়। কিলিকদারগ্লু চলতি মাসের প্রথম দিকে স্বীকার করেছেন যে আমরা অতীতে হেডস্কার্ফ নিয়ে ভুল করেছিলাম। এখন সময় এসেছে, ইস্যুটি পেছনে ফেলার।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের নির্বাচনে ধর্মীয় ভোটারদের আকৃষ্ট করার জন্য স্কার্ফ প্রশ্নে এমন মন্তব্য করেছেন। এর জবাবে এরদোগান শিগগিরই সংবিধানে সংশোধনী প্রস্তাব আনার প্রস্তাব করেছেন। পার্লামেন্টে শরিকদের সমর্থন নিয়ে তার দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে তুর্কি আইনে সাংবিধানিক পরিবর্তন আনার হলে ৪০০ এমপির সমর্থনের প্রয়োজন হয়। ফলে আইনটি সংশোধন করতে হলে সিএইচপির সমর্থন প্রয়োজন।
অন্যথায় গণভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস হতে হবে। এরদোগান বলেন, ইস্যুটি পার্লামেন্টে সমাধান না হলে, আমরা জনগণের কাছে দাখিল করতে পারি।
সূত্র: মিডলইস্ট আই
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার