সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আরেক ন্যাটো সদস্য তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অভিযাগ স্ক্যান্ডিনেভিয়ান এই দেশ দুটি (ফিনল্যান্ড-সুইডেন) তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালানো গোষ্ঠীকে সমর্থন দেয়।
এরদোগানের এমন অভিযোগের পর আঙ্কারাকে রাজি করাতে তুরস্কে প্রতিনিধি পাঠায় সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু আলোচনার পরও সন্তুষ্ট নন এরদোগান। ২৯ মে, রোববার তুর্কি প্রেসিডেন্ট পরোক্ষভাবে সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদে সায় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।এরদোগান বলেছেন, যারা সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করে তাদের ন্যাটোর সদস্যপদের জন্য ‘হ্যাঁঁ বলার সুযোগ নেই’।
আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, গত সপ্তাহে আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে সুইডেন-ফিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। কিন্তু সে আলোচনা কাঙ্খিত পর্যায়ে হয়নি।
সূত্র: ডেইলি সাবাহ
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার