বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা। বন্যায় তলিয়ে গেছে এই দুই জেলার সব বিদ্যুৎ উপকেন্দ্র। পানিতে তলিয়ে গেছে সঞ্চালন লাইনও। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে দুই জেলার সব বিদ্যুৎ উপকেন্দ্র। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়। সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার দীলিপ চন্দ্র চৌধুরী জানান, সমিতির সিলেট-১ এর অধীনে থাকা ৪ লাখ ১৩ হাজার গ্রাহকের মধ্যে প্রায় আড়াই হাজার গ্রাহক বিদ্যুৎহীন।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার রায় জানান, সিলেট-২ এর অধীনে থাকা ২ লাখ ১২ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎহীন অন্তত ৯০ হাজার গ্রাহক রয়েছেন।
গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। ১৭ জুন, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় ভারীবর্ষণ। বিরামহীন বর্ষণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।সুরমা নদী ভরে গিয়ে শহরে পানি প্রবেশ শুরু হয় গত ১৫ জুন থেকে। শহরের ছড়া, খাল ও ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের পরিবর্তে উল্টো নদী থেকে পানি প্রবেশ শুরু করে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় শহরের ভেতর পানি জমতে থাকে। ভারীবর্ষণের কারণে শনিবার ভোররাত থেকে পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে।
এদিকে, শনিবার সকাল থেকে নৌবাহিনীও উদ্ধার কাজে যুক্ত হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্যা কবলিত এলাকার পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিয়ে আসছে তারা। জানা গেছে, শুক্রবার বিকাল থেকে সেনাবাহিনীর ৯টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
হু হু করে পানি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে ঢুকতে থাকে। শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া শুরু হয়। দোকানপাটে পানি উঠে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। রাস্তাঘাট সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় মানুষ শহরও ছাড়তে পারছে না। মারাত্মক এই দুর্যোগে মানুষ পড়েছেন অভাবনীয় দুর্ভোগে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার