বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক “আইসিটি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারি কলেজে। ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিয়েছেন কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। সাড়া জাগিয়েছে এই নান্দনিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে বেশ সহায়ক হবে বলে মেধাবী ছাত্র-ছাত্রীরা মনে করছেন। সফটওয়্যার, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস-সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহনের জন্য তারা শিবিরের কাছে দাবি জানিয়েছেন।
বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে অলিম্পিয়াড ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ শাখার সভাপতি রেদওয়ান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহের মিছবাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম। প্রধান বক্তব্য ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি তারেক মনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউনিভার্সিটি অফ মন্ট্রিলের টিম লিড এবং পোস্ট-ডক্টরিয়াল ফেলো ড. এম. আমিরুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ডা. তাওহীদ চৌধুরী। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।