দশ বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটের ট্রাভেল পার্টনারদের পুরস্কৃত করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার জয়ী ট্রাভেল পার্টনারদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব:) মফিজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক আবদুল কাদির সহ সিলেটের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সর্বোচ্চ টিকেট বিক্রি করায় ৩টি ট্রাভেল এজেন্সিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড গ্রহন করেন লতিফ ট্রাভেলেসর ডাইেরক্টর আজহারুল কবির সাজু, আজওয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার হুমায়ুন কবির এবং এস এস এন্টারপ্রাইজের প্রপাইটার সেলিম চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরো ৬টি এজেন্সিকে সার্টিফিকেট প্রদান করা হয়। তারা হচ্ছেন- সুমা ইন্টারন্যাশনাল সার্ভিস, ট্রাভেল অ্যারেনা, প্রাইম এক্সপ্রেস ট্রাভেল অ্যান্ড কার্গো, শিপার এয়ার সার্ভিস, ফাস্ট ট্রাভেললিংক, যত্রিক ট্রাভেলস।