‘একতরফা মুসলিম বিদ্বেষ’ ছড়িয়ে ভারতে অবিশ্বাস্য ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটির বাজেট ছিল মাত্র ১৪ কোটি রুপি। কিন্ত মুক্তির পর এর আয় ছাড়িয়ে যায় ২৫০ কোটি রুপি। বহুল আলোচিত এই সিনেমা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর সরকার। সিনেমাটির বিরুদ্ধে ‘একতরফা মুসলিম বিদ্বেষ’ দেখানোর অভিযোগ তোলা হয়েছে।
দেশটির সিনেমা নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিষয়বস্তু তাদের নিয়ম-নীতির বাইরে। এই বিবৃতিতে সম্মতি দিয়েছে সিঙ্গাপুরের সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।জানা গেছে, আইএমডিএ মনে করে, হিন্দুদের নিপীড়নের নামে সিনেমাটির মাধ্যমে অত্যন্ত উস্কানিমূলক এবং একতরফা মুসলিম বিদ্বেষ দেখানো হয়েছে। এই ধরনের সিনেমা প্রদর্শনের ফলে সিঙ্গাপুরের মতো বহুজাতীয় দেশে সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং ধর্মীয় একাত্মবোধে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ১১ মার্চ বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। এই সিনেমায় তুলে ধরা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্যাতনের চিত্র। যেটা নাকি ঘটেছিল ১৯৯০ সালের দিকে। লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর থেকে বিতাড়িত করা হয়েছিল বলে মুসলিমদের দায়ী করা হয়েছে সিনেমাটিতে।