সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির জন্য সিএনএনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় শাস্তিমূলক ক্ষতির জন্য তিনি ৪৭৫ মিলিয়ন ডলার চাইছেন। চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ অক্টোবর) মার্কিন জেলা আদালতে ২৯ পৃষ্ঠার মামলাটি দায়ের করা হয়। মামলায় দাবি করা হয়, সিএনএন ট্রাম্পের রাজনৈতিক কর্মজীবনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে ‘মিথ্যা, মানহানিকর এবং প্রদাহজনক ভুল বর্ণনা’ দিয়ে তার খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করেছে।সিএনএন আশঙ্কা করছে, ট্রাম্প ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন। তাই ট্রাম্পের বিরুদ্ধে মানহানিকর এবং অপবাদের আকারে সিএনএনের প্রচারণা সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলাটিতে।
সিএনএন এ মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। এর আগেও ট্রাম্প মতামতের জন্য পৃথকভাবে ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছিল। সিএনএন এবং টাইমসের বিরুদ্ধে মামলাটি খারিজ হয়ে যায় তবে পোস্টের বিরুদ্ধে মামলা এখনও মুলতুবি রয়েছে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার