বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে গ্রেট বৃটেনের বিভিন্ন শহনর থেকে বিএনপির নেতাকর্মীসহ অনেক প্রবাসী অংশ গ্রহন করেন।
শুক্রবার (৩১ মে ২০২৫) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্ঠিত মাহফিলে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শুধু ব্যক্তি নন, ছিলেন গণতন্ত্রের প্রতীক। আজ তার শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে আমরা তার জন্য দোয়া করবো, একই সাথে গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সব শহীদদের জন্যও দোয়া করবো।’
গত জুলাই-আগস্টে যারা প্রাণ হারিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন তাদের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন–পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিপুল হতাহতের মধ্যে ৬৩ জন শিশুকেও হত্যা করা হয়েছে।