স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বরা ‘বাংলার সূর্যসন্তান’ : প্রফেসর মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাত বিশিষ্ট ব্যক্তি এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বরা ‘বাংলার সূর্যসন্তান’। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভিডিও: https://youtu.be/hftu_oxzyL0?si=gl1QuG5PsnCBAdQ8

এ বছর সাত বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মরণোত্তর পুরস্কার পাওয়া পাঁচজনের পক্ষে তাঁর পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক জামাল নজরুল ইসলামের পক্ষে তাঁর কন্যা সাদাফ সায সিদ্দিকী, সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদের (কবি আল মাহমুদ) পক্ষে তাঁর কন্যা আতিয়া মীর, সমাজসেবায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের পক্ষে তাঁর ছেলে শামেরান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খানের (পপসম্রাট) পক্ষে তাঁর কন্যা অরনী খান এবং প্রতিবাদী তারুণ্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের (তৎকালীন বুয়েট ছাত্রলীগের নেতা–কর্মীদের নির্যাতনে নিহত) পক্ষে তাঁর মা রোকেয়া খাতুন পুরস্কার গ্রহণ করেন।

এ ছাড়া সংস্কৃতিতে পুরস্কারপ্রাপ্ত কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদের পুরস্কার প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষা ও সংস্কৃতিতে মনোনীত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন মোহাম্মদ উমরের (বদরুদ্দীন উমর) পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালক মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ জানিয়েছেন, এখন পর্যন্ত ৩২টি প্রতিষ্ঠান ও ৩২৪ জন ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *