শ্রীলঙ্কায় কমছে প্রেসিডেন্টের ক্ষমতা, প্রস্তাব মন্ত্রীপরিষদে অনুমোদন

এশিয়া সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে প্রায়শই প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভকারীকে সন্তুষ্ট করতে এবার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রীপরিষদ এ জন্য সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে। এর আগে বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকাসে।

বর্তমান প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের মিডিয়া বিষয়ক উপদেষ্টা দিনুক কলোম্বাজ ২১ জুন, মঙ্গলবার বলেছেন, সোমবার প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে দিতে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ।

কথিত ২১তম সংশোধনীর খসড়ায় বলা হয়েছে, সংবিধানের কিছু ক্ষমতা পার্লামেন্টের কাছে ফেরত দেয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটি স্বাধীন কমিশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পর্যটন বিষয়ক মন্ত্রী হারিন ফার্নান্দো টুইটে বলেছেন, ২১তম সংশোধনী সোমবার মন্ত্রীপরিষদের মিটিংয়ে উত্থাপন করা হয়েছিল এবং তা এদিনই পাস হয়েছে। এই প্রস্তাব এখন পাঠানো হবে পার্লামেন্টে। সেখানে পার্লামেন্ট সদস্যদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ যদি এর পক্ষে ভোট দেন তাহলে তা অনুমোদিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকাসে তার ছোটভাই গোটাবাইয়া রাজাপাকসেকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়ার পর তিনি নির্বাচিত হন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি পার্লামেন্টে ২০তম সংশোধনী আনেন। এর মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্সির অধীনে ব্যাপক ক্ষমতা লুফে নেন। এই ক্ষমতার ফলে মন্ত্রীদের বিষয়ে সার্বিক ক্ষমতা দেয়া হয় প্রেসিডেন্টকে। তিনি যাকে খুশি তাকে মন্ত্রী নিয়োগ বা মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে পারেন।শুধু এখানেই শেষ নয়। এই ক্ষমতার ফলে নির্বাচন কমিশন, সরকারি সেবাখাত, পুলিশ, মানবাধিকার, ঘুষ, দুর্নীতির তদন্ত কমিশনের সার্বিক দায়িত্ব চলে যায় প্রেসিডেন্টের হাতে।

১৯৭৮ সাল থেকে শ্রীলঙ্কা শাসিত হচ্ছে শক্তিধর নির্বাহী প্রেসিডেন্সিয়াল সিস্টেমে। কিন্তু সংস্কারবাদী একটি সরকার ২০১৫ সালে প্রেসিডেন্টের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। এসব ক্ষমতা কমিয়ে তা ছড়িয়ে দেয়া হয় পার্লামেন্ট এবং নিরপেক্ষ কমিশনের কাছে। বলা হয় এরপরের পর্যায়ক্রমিক প্রেসিডেন্টগুলো হয়েছে অধিকতর কর্তৃত্বপরায়ণ।

স্বাধীনতার পর শ্রীলঙ্কা যখন সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে, তখন এর জন্য প্রধানত দায়ী করা হয় রাজাপাকসে পরিবারকে। জবাবে প্রতিবাদীদেরকে শান্ত করতে কিছু ক্ষমতা কমানোর দিকে ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া। কিন্তু কয়েক মাস ধরে যে বিক্ষোভ হচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান দাবি হলো ক্ষমতা থেকে রাজাপাকসে পরিবারকে সরে যেতে হবে।

একদিকে করোনাভাইরাস মহামারি, অন্যদিকে আর্থিক অব্যবস্থাপনার কারণে সাত দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে শ্রীলঙ্কা। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট দেখা দিয়েছে।গত ২০ জুন, সোমবার আইএমএফের ৯ সদস্যের একটি দল বাণিজ্যিক রাজধানী কলম্বোতে পৌঁছেছেন। সেখানে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে যে, কিভাবে শ্রীলঙ্কাকে তারা ১৭তম ঋণ দেবে।

ওদিকে ২১ জুন, মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি আবারও আনুগত্য প্রকাশ করেছে শ্রীলঙ্কা। ঋণ পুনর্গঠনের বিষয়ে চীনের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় আছে শ্রীলঙ্কা। খাদ্য সংকট সমাধানে শ্রীলঙ্কাকে চাল দান করার নিশ্চয়তা দিয়েছে চীন।

শ্রীলঙ্কায় চলমান গ্যাস, জ্বালানি, ওষুধ এবং খাদ্যের ভয়াবহ সংকটের কারণে কর্তৃপক্ষ সব স্কুল বন্ধ করে দিয়েছে। সরকারি অফিসগুলোতে নামমাত্র জনবল উপস্থিত থাকার কথা বলেছে। এসব করে সেখানে জ্বালানি সাশ্রয় করতে চাইছে সরকার।

একই সঙ্গে ২০ জুন, সোমবার থেকে দু’সপ্তাহের জন্য আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বেইলআউট বা সংকট উদ্ধারে আলোচনা শুরু করেছেন সরকারি প্রতিনিধিরা।

রাজধানী কলম্বোতে এই বৈঠক শুরুর দিনেই খাদ্য, জ্বালানি, গ্যাস, ওষুধ সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশন (আইইউএসএফ)। লিপটন সার্কাস থেকে শুরু হয়ে ফোর্ট রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে স্বস্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে। গ্যালে ফেস গ্রিনে প্রতিবাদী ‘গোটাগোগামা’র অনেক নেতাকর্মীও এতে যোগ দিয়েছিলেন।

সূত্র:
আল জাজিরা ও ডেইলি অনলাইন মিরর

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *