গতকাল বুধবার ২৫তম মৃত্যুবার্ষিকীতে শোকার্ত ভক্তরা স্মরণ করলেন প্রিন্সেস ডায়ানাকে। ফ্রান্সের প্যারিসের আন্ডারপাসের উপরে ব্রিজে ফুল দিয়ে ও চিরকুট বার্তায় তারা স্মরণ করেছেন ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত সদস্যকে। তিনি ১৯৯৭ সালের ৩১ আগস্ট একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
প্রিন্সেস ডায়ানা মাত্র ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। মোটরবাইক নিয়ে তাড়া করা ফটোগ্রাফারদের থেকে দূরে যাওয়ার চেষ্টাকালে ডায়ানা এবং তার প্রেমিক দোদি আল-ফায়েদকে বহনকারী লিমুজিনটি সেতুর নীচের টানেলে বিধ্বস্ত হয়। গতকাল ডায়ানার প্রাক্তন বাড়ি লন্ডনের কেনসিংটন প্যালেসের বাইরেও লোকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।এদিকে মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করবেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। প্রিন্স হ্যারি রাজপ্রসাদ ছেড়ে যাওয়ায় দুই ভাই আলাদা হয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাকে স্মরণ করবেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুর ২৫ বছর পরও এখনো মানুষের হৃদয়ে অম্লান প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি তার ব্যবহৃত একটি নিলামে সাড়ে আট লাখ ডলারে ব্রিক্রি হয়েছে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার