শেষ হলো বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা

ক্যাম্পাস বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি সময় চিন্তা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে তিন দিনের, ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫’ শেষ হয়েছে।

২৬ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে নতুন নতুন বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।’

সভাপতির ভাষণে পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘সারাদেশে বিভিন্ন স্কুল, কলেজ থেকে ৭৫টির অধিক প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর ফলে সারাদেশে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আমাদের যে প্রয়াস ছিল সেটা অনেকটাই সফল হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প তাদের সুপ্ত মনের চিন্তা-চেতনা আমাদের বিমোহিত করেছে। শিক্ষার্থীদের ৩টি গ্রুপে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্র ছিল অভাবনীয়, যা বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আকর্ষণ বাড়িয়েছে।’

তিন দিনব্যাপী (২৪-২৬ ফেব্রুয়ারি) আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপে প্রতিষ্ঠানের ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অংশগ্রহণ করে প্রায় ২৫০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠানও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *