শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০২৬ সালের ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এই ঘোষণা প্রদান করেন। নতুন তফসিল অনুযায়ী আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে। ২৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ।
১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।
৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ১০ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি এবং ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ওই তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের বিরোধিতা করেন সম্ভাব্য প্রার্থীরা। পরে ২৩ নভেম্বর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

