কতিপয় ভারতীয় লন্ডনে অবস্থিত পাকিস্তানী হাইকমিশনে হামলা করেছে বলে রোববার (২৭ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সুত্র মতে, ভারতীয় প্রবাসীরা পাকিস্তানি হাইকমিশনের বিল্ডিংয়ের কাঁচ ভেঙ্গে ফেলেছে। তারা ছিদ্র দিয়ে লাল রঙ নিক্ষেপ করেছে। মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
এর আগে শুক্রবার পাকিস্তানি হাইকমিশনের সামনে ভারতীয়রা বিক্ষোভ করেছে। অনভিপ্রেত আচরণের কারণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দু’জন ভারতীয়কেও আটক করে।
গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চালানো তিনজনের দুজন পাকিস্তানের নাগরিক। তবে ইসলামাবাদ এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে।