রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিনের মেয়ে রুশ সাংবাদিক দারিয়া দুগিনা মস্কোতে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়ি বোমা হামলায় নিহত হন। এটিকে শুরু থেকেই রাশিয়া দাবি করে, ইউক্রেন এ গাড়ি বোমা হামলার পেছনে দায়ী। এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
এবার এই হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। রুশ সংবাদসংস্থা আরটি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রুশ সাংবাদিক দারিয়া দুগিনার হত্যাকাণ্ডকে ছোট করে দেখার পাশাপাশি মানবাধিকার নিয়ে কোনো জাতিকে ‘জ্ঞান দেওয়ার’ কোনো নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
অবশ্য এর আগে রাশিয়ার এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার প্রকাশ করা তদন্তের বিষয়ে প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছিল, তারা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন। ওয়াশিংটনের সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই ২৩ আগস্ট, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া জাখারোভা ক্ষোভ উগড়ে দেয়।এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস গত ২২ আগস্ট, সোমবার দুগিনার মৃত্যুর ব্যাপারে বলেন, ওয়াশিংটন ইউক্রেন বা রাশিয়া যেকোনো দেশের বেসামরিক নাগরিকদের ওপর হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।
সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এ হামলা চালিয়েছে। হামলাকারী ছিল তাদের এজেন্ট। অবশ্য দুগিনের মেয়েকে হত্যার পেছনে ইউক্রেনকে দায়ী করার রাশিয়ার অভিযোগটি পুরোটাই রাশিয়ার কল্পনা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ।
সূত্র: আরটি
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার