এই প্রথম আদালতে পেশ করা হয়েছিল রুশদির ওপর আক্রমণ চালানো যুবককে। নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সে। ভাবলেশহীন মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে রুশদির ওপর হামলা চালানো যুবক। এর আগে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্টকে একটি ছোট সাক্ষাৎকার দিয়েছিল সে। তাতে দাবি করেছিল, সালমান রুশদি ইসলামকে আক্রমণ করেছেন।
এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। সেখানেই সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার বিরুদ্ধে দুই নম্বর ডিগ্রিতে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গত সপ্তাহে নিউ ইয়র্কের এক সভায় বক্তৃতা করার কথা ছিল রুশদির। সেখানে তিনি মঞ্চে ওঠার পরেই আক্রমণকারী দৌড়ে গিয়ে তাকে একাধিকবার ছুড়ি দিয়ে আঘাত করে। আহত রুশদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। এখন অবশ্য তিনি কিছুটা সুস্থ।স্যাটানিক ভার্স প্রকাশিত হওয়ার পর রুশদির ওপর একাধিক আক্রমণের চেষ্টা হয়। ইরানের প্রধান নেতা রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন। যদিও ১৯৯৮ সালে ইরান সেই ফতোয়া থেকে নিজেকে সরিয়ে নেয়।
জাপানে রুশদির লেখা অনুবাদ করার অপরাধে খুন হতে হয় এক অনুবাদককে। এবার রুশদির ওপর হামলা হওয়ার পর ইরান জানিয়ে দিয়েছে, এর সঙ্গে তাদের কোনো সংযোগ নেই।
বস্তুত, ২৪ বছরের যে যুবক আক্রমণ চালিয়েছে, সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। লেবাননের শরণার্থী পরিবারের সদস্য। নিউ ইয়র্কে গিয়ে রুশদির অনুষ্ঠানের পাস সংগ্রহ করে সে ভিতরে গেছিল।
সূত্র : ডয়চে ভেলে
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার