এবার জাতিসংঘ সমর্থিত রাশিয়া-ইউক্রেন চুক্তির অধীনে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে শস্য চালান পুনরায় শুরু করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে একটি যৌথ সমন্বয় কেন্দ্র খুলেছে তুরস্ক। বার্তা সংস্থা রয়টার্স ২৭ জুলাই, বুধবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছি।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসাই আকর মস্কো ও কিয়েভ চুক্তিতে স্বাক্ষর করার পাঁচ দিন পর অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইস্তাম্বুলে এই যৌথ সমন্বয় কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই কেন্দ্র খোলার মূল লক্ষ্য হচ্ছে, ইউক্রেনীয় তিনটি বন্দর থেকে শস্যের নিরাপদ চালান নিশ্চিত করা। ওই বন্দরগুলোতে প্রায় ২০ মিলিয়ন টন শস্য রপ্তানির অপেক্ষায় রয়েছে।প্রসঙ্গত, ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।
এরপর রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক। গত ২২ জুলাই, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার