ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। আর এই পরিস্থিতিতেই ২২ জুলাই, শুক্রবার আন্তর্জাতিক বাজারে অবাধ শস্য রপ্তানি নিশ্চিত করতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরগুলো দিয়ে শস্য বের করে নেওয়ার পথ খুলে যায়। রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক।
চুক্তিতে থাকে ‘শস্যচুক্তির’ পর ইউক্রেনের বন্দরগুলোতে রাশয়া কর্তৃক কোনো হামলা করা হবে না। কিন্তু এ চুক্তির পরের দিনই মিসাইল হামলায় কেঁপে ওঠেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা।
ইউক্রেনের সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সেন্টার বলেছে, ২৩ জুলাই, শনিবার স্থানীয় সময় সকালে দুটি কালিবার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। আরও দুটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। চুক্তির পরের দিনই চুক্তির শর্ত ভঙ্গের ঘটনা ঘটল।ওলেক্সি হনচারেঙ্কো নামে একজন স্থানীয় এমপি বলেছেন, হামলার পর ওডেসার বন্দরের স্থাপনায় আগুন লেগে যায়। এই বদমায়েশগুলো (রুশ সেনারা) এক হাতে চুক্তি করেছে। অন্য হাতে মিসাইল হামলা করছে। তাই আমাদের পরিকল্পনা করা উচিত কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার পুরো নৌ বহর ডুবিয়ে দিতে হবে। আর শস্য রপ্তানির ক্ষেত্রে এটি হবে সবচেয়ে কার্যকরী ব্যবস্থা।
এ ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র (হামলা) হলো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ (তাইয়্যেপ) এরদোগানের মুখে (রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের থুথু নিক্ষেপের শামিল। তিনি আরও বলেন, যদি চুক্তিটি পূরণ না হয়, রাশিয়া বিশ্বব্যাপী খাদ্য সংকট আরও বাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ দায় বহন করবে।
দুই মাসের প্রচেষ্টার পর শুক্রবার চুক্তি করতে সম্মত হয় দুই পক্ষ। এর চুক্তির মেয়াদ থাকবে ১২০ দিন (চার মাস)। শর্ত ছিল রাশিয়া কোনো হামলা চালাবে না। অন্যদিকে মাইন পুঁতে রাখা স্থানগুলো দিয়ে ইউক্রেন জাহাজগুলোর চলাচল নিশ্চিত করবে।
ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার