রাশিয়ার গ্রামে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এতে একজন রাশিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির হামলায় রুশ ভুখণ্ডে কোনো রাশিয়ানের মৃত্যু হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বৃহস্পতিবার বলেন, ‘সোলখি গ্রামে ইউক্রেন বাহিনী হামলা চালিয়েছে।’
গ্ল্যাডকভ আরও বলেন, ‘বুধবার মধ্যরাতে এই গ্রাম ইউক্রেনের অঞ্চল থেকে গোলাবর্ষণের শিকার হয়। এরপর নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে ২০ কিলোমিটার উত্তরে সোলখি গ্রাম। এই গ্রামের বাসিন্দা প্রায় ৬৩৮ জন।’
রুশ এই গভর্নর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘সাতজন আহত হয়েছে, মধ্যরাতে আরেকজন আহতকে আনা হয়েছে। সবাইকে সঠিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে একজন নিহত হয়েছে। আমরা সকল হতাহতের পরিবারকে বস্তুগত সহায়তা প্রদান করবো।’
তবে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। রাশিয়ার এই দাবি সত্য হলে, যুদ্ধ শুরুর পর ইউক্রেনের হামলায় রাশিয়ার ভূখণ্ডে এই প্রথম কেউ নিহত হলো।
আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার