তুরস্কের মধ্যে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এ প্রস্তাবকে বেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য দেশটিতে এই বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন পুতিন।
এরইমধ্যে দুদেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন দুই প্রেসিডেন্ট।
এ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কে বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা খুঁজে বের করার ব্যাপারে দুদেশের জ্বালানি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে।
নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে এতদিন যে গ্যাস সরবরাহ করা হতো, তুরস্কে প্রতিষ্ঠিত সম্ভাব্য এই বিতরণকেন্দ্রকে তার বিকল্প সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হবে।এরদোগান জানান, উত্তর-পশ্চিম তুরস্কের থ্রাচে অঞ্চলে এই বিতরণকেন্দ্র প্রতিষ্ঠা করা হতে পারে যা গ্রিস এবং বুলগেরিয়া সীমান্তে অবস্থিত।
কাজাখস্তান থেকে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা জানান প্রেসিডেন্ট এরদোগান।
তিনি বলেন, তুরস্ক এবং রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষকে একসঙ্গে কাজ করার জন্য তিনি ও প্রেসিডেন্ট পুতিন নির্দেশনা দিয়েছেন।
এরদোগান বলেন, তুরস্কে আগে থেকেই একটি জাতীয় গ্যাস বিতরণকেন্দ্র রয়েছে, তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক বিতরণকেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
কাজাখস্তানের আস্তানা শহরে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার অবকাশে গত ১৩ আক্টেবর, বৃহস্পতিবার পুতিন এবং এরদোগান রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে প্রাকৃতিক গ্যাসের নতুন বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি আলোচনা করা হয়।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার