আন্তর্জাতিক বিচার আদালত রাফাতে ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার দুই দিন পরও চলছে ‘ভয়াবহ’ হামলা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এই খবর দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের একটি স্থাপনায় আঘাত করেছে এবং দুইজন সিনিয়র হামাস জঙ্গিকে হত্যা করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় রবিবার কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে হামলায় “অসংখ্য” মানুষ জ্বলন্ত ধ্বংসাবশেষে আটকা পড়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। গাজা যে পৃথিবীর নরক, গত রাতের ছবিগুলো তার আরেকটি প্রমাণ। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিমান হামলার ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতদের বেশিরভাগই নারী ও শিশু। কয়েক হাজার মানুষ এলাকায় রয়েছে এবং অনেকে পালিয়ে গেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা, ইউএনআরডব্লিউএ সোমবার বলেছে যে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহতে আশ্রয় নেওয়া পরিবারের উপর হামলা “ভয়াবহ”। আশ্রয় খুঁজতে থাকা পরিবারগুলোর ওপর আরও হামলার বিষয়ে রাফাহ থেকে বেরিয়ে আসা তথ্য আরো ভয়ঙ্কর। সুত্র: আরব নিউজ ও আল জাজিরা