সমাজে ধনী-গরিব দুই শ্রেণীর মানুষই বাস করে। সমাজের মানুষেরা যদি পরস্পরে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়, তাহলে ওই সমাজটি একটি আদর্শ ও সুখী সমাজে রূপান্তরিত হয়। ঠিক এমন-ই দারুণ এক উদাহরণ দেখা গেল তুরস্কে। সেখানের ধনীরা পবিত্র রমজান উপলক্ষে একটি ‘বিনামূল্য দোকান’ চালু করেছে। প্রয়োজনগ্রস্ত দরিদ্ররা সেখান থেকে কোনো অর্থ পরিশোধ ছাড়াই দরকারি খাবার সংগ্রহ করতে পারে।
শুক্রবার তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম ব্যাতিক্রমী এই ‘বিনামূল্য দোকান’ সম্পর্কে বিশেষ প্রতিবেদন করেছে। তাতে জানানো হয়, দেশটির সেলকুকলু অঞ্চলের সিভাস এলাকায় এই দোকানটি চালু করা হয়েছে। এখান থেকে দরিদ্রদের মৌলিক খাদ্য দেয়া হয়। একইসাথে পৃথকভাবে শিশুদের খাবারেরও ব্যব্স্থা আছে এই দোকানে।
সিভাসের একটি মসজিদ সংলগ্ন জায়গায় দোকানটি স্থাপন করা হয়েছে। প্রতিদিন অন্তত ৮০টি পরিবারকে এখান থেকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
সূত্র : তুর্কি আলআন