ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের কারনে বিশ্বে চীনের যোগাযোগ আস্তে আস্তে দূর্বল হয়ে যাচ্ছে এমনটাই মনে করছে দেশটি। ক্রেমলিনের পক্ষ থেকে এমনই তথ্য জানানো হয়েছে। সুতরাং, যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় এই সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বেইজিং।
এর মধ্য দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার লক্ষ্য বাস্তবায়নে বিশ্ব দরবারে নিজের অনিবার্যতারও জানান দিতে চাচ্ছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আর এরই মধ্যদিয়ে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট একই সঙ্গে বিশ্বমঞ্চে আবির্ভূত হতে যাচ্ছেন।
গুরুত্বপূর্ণ এ বৈঠক উজবেকিস্তানে চীনা প্রতিষ্ঠিত একটি সুরক্ষা ফোরামের পাশে ঘটবে, যেখানে ভারত থেকে ইরান পর্যন্ত দেশগুলোকে একত্র করবে। এই বলয় তৈরির উদ্দেশ্য হলো একটি বহুমুখী বিশ্বের গঠনকে ত্বরান্বিত করা।এর আগে শি জিনপিং কাজাখস্তানে যাবেন। সেখানে ৯ বছর আগের করা বেল্ট-অ্যান্ড-রোড ট্রেড-অ্যান্ড-ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হবে। চীনের বিদেশনীতির এই উদ্যোগ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও জি-৭-এ তার অন্য মিত্রদের কৌতূহলের মূলকেন্দ্রে ছিল। গত জুনে তারা নিম্ন আয়ের দেশগুলোকে চীনের অর্থের বিকল্প হিসেবে ৬০ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার কথা জানায়।
তবে এই পদক্ষেপ শি জিনপিংয়ের সেই কাঙ্ক্ষিত বিশ্ব গঠনকে আরও ত্বরান্বিত করবে। যে বিশ্বে চীন তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক ও সামরিক কোনো ধরনের চাপ ছাড়াই নিজেদের সুবিধাগুলো আরও প্রসারিত করতে পারবে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার