যুক্তরাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ফুসফুসে আক্রমণ করতে পারে সাব-ভ্যারিয়েন্ট

যুক্তরাজ্য সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। জাতীয় স্বাস্থ্য বিষয়ক স্কিম (এনএইচএস)-এর ডাটা থেকে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে অমিক্রন সাব ভ্যারিয়েন্ট এমনভাবে রূপান্তরিত হয়েছে যে, তা ফুসফুসকে টার্গেট করতে পারে। এর ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, নতুন করে কোভিড ঢেউ শুরু হতে পারে। ইতিমধ্যে ইংল্যান্ডের হাসপাতালে রোগি ভর্তি বেড়ে গেছে।

গত এপ্রিল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্টের ওপর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তারা জানার চেষ্টা করছে এই দুটি সাব ভ্যারিয়েন্ট তাদের পূর্বসুরিদের তুলনায় অধিক সংক্রামক কিনা। এই দুটি ভ্যারিয়েন্ট হলো বিএ.৪ এবং বিএ.৫। একই সঙ্গে চলতি মাসে বৃটেনে দৈনিক লক্ষণযুক্ত আক্রান্তের শতকরা হার ৭৫ ভাগ বেড়ে গেছে। গত এপ্রিলের পর প্রথমবার দিনে সেখানে কমপক্ষে দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।

কিংস কলেজ লন্ডনের প্রফেসর টিম স্পেক্টর পরিচালিত ‘জো কোভিড’ স্টাডি অ্যাপ থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ মাসে দৈনিক লক্ষণযুক্ত দুই লাখ ১২১ জন আক্রান্ত হয়েছেন।করোনাভাইরাস মহামারির পর এটাই সেখানে সর্বোচ্চ। তবে মধ্য মার্চ ও মধ্য এপ্রিলের সময়ে দিনে সংক্রমণের সংখ্যা পিক বা সর্বোচ্চ প্রায় সাড়ে তিন লাখে পৌঁছে যায়। কমপক্ষে দু’মাস ধরে বৃটেনে আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে গেছে।

গত সপ্তাহে নতুন হিসাবে দেখা যায়, বৃটেনে করোনাভাইরাসে আক্রান্তের শতকরা হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৪৩ ভাগ। এ ঘটনা ঘটে রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনের পর। আকস্মিক সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে দুটি নতুন সাব-ভ্যারিয়েন্ট রয়েছে বলে মনে করা হয়।

উপরন্তু ১১ জুনে সমাপ্ত সপ্তাহে বৃটেনে প্রায় ১৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৯ লাখ ৯০ হাজার। ইউনিভার্সিটি অব টোকিও’র কিই সাতো ও তার সহকর্মীদের প্রাথমিক ডাটা অনুযায়ী, বিএ.৪, বিএ.৫ এবং বিএ.২.১২.১ সাব ভ্যারিয়েন্ট এমনভাবে রূপান্তরিত হয়েছে যে, তা শ্বাসনালীর টিস্যুর পরিবতে ফুসফুসের কোষকে আক্রান্ত করতে পারে। এর ফলে এই ভ্যারিয়েন্ট এর আগে শনাক্ত হওয়া আলফা অথবা ডেল্টা ভ্যারিয়েন্টের মতো আচরণ করতে পারে।

কিই সাতো বলেছেন, আমাদের পুরো গবেষণা বলছে অরিজিনাল সাবভ্যারিয়েন্ট বিএ.২ এর চেয়ে অধিক শক্তিশালী স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির সক্ষমতা আছে এই সাবভ্যারিয়েন্টগুলোর।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, আইনিউজ

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *