মেহেদী হাসান শাওন
বর্তমান যুগে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু অনেক সময় মোবাইল অসাবধানতা বশত পানিতে ভিজে যায়, বৃষ্টিতে ভিজে যায় অথবা বালতি ভর্তি পানিতে পড়ে যায়।
অ্যান্ড্রয়েড মোবাইল বা যেকোনো মোবাইল ফোন পানিতে পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পানি হচ্ছে ইলেকট্রনিকস ডিভাইসের অন্যতম বড় শত্রু। সকল ডিভাইস নষ্ট করার ক্ষমতা পানির রয়েছে।
মোবাইল হঠাৎ করে পানিতে পড়ে গেলে আমরা কিভাবে তা ঠিক করতে পারি বা কি ব্যবস্থা নিতে পারি সে বিষয়ে জানা খুবই জরুরি। কারণ আমাদের প্রায়ই এমন অবস্থার মধ্যে পড়তে হয়।
আপনি চিন্তা করে দেখুন এমন সমস্যার মধ্যে আপনি কখনো না কখনো পড়েছিলেন। তখন ঠিক কি করতে হবে তা না জানার ফলে আমাদের হাতের মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি সঠিক ধারণা রাখেন এবং মাথা ঠান্ডা রেখে উপযোগী কাজগুলো করতে পারেন তাহলে আপনার মোবাইল ফোনটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।
পানি কেন মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইসের শত্রু
বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করা যাক। পানি গঠিত হয় অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে। অন্যদিকে ইলেক্ট্রনিক্স ডিভাইসে যেসব পদার্থ ব্যবহার করা হয় সেগুলোতে কার্বন থাকে। তাই অক্সিজেন যখন কার্বনের সংস্পর্শে আসে তখন তারা পরস্পর বিক্রিয়া করে এবং কার্বন-ডাই অক্সাইড তৈরি করে। রাসায়নিক বিক্রিয়া ঘটার কারণে ডিভাইসটি নষ্ট হয়ে যায়।
আবার অনেক সময় লক্ষ্য করবেন, ডিভাইসে পানি প্রবেশ করলে পানি ভিতরে গড়াগড়ি করে। মোবাইলের ডিসপ্লে খুব একটা ক্ষতি না হলেও হার্ডওয়্যারের অনেক ক্ষতি হয়?
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়
আপনার মোবাইল ফোনটি যদি পানিতে পড়ে যায় তাহলে দ্রুত পানি থেকে ফোনটি তুলে নিন। কারণ পানি হচ্ছে অন্যতম প্রধান শত্রু। পরবর্তী ধাপ গুলো নিচে বর্ণনা করা হলো—
মোবাইলের ব্যাটারি যাচাইকরণ
যদি মোবাইল ফোন পানিতে ভিজিয়ে নষ্ট করে ফেলেন তাহলে ফোনে থাকা ওয়ারেন্টি কোনো কাজেই আসবেনা। তাই পানিতে ভেজার পরে মোবাইল ফোনের ব্যাটারিটি খুলে ফেলুন এবং ভালো করে যাচাই করুন। সাদা রঙ্গের ক্ষুদ্র আকারের স্টিকার ব্যাটারিতে থাকে। যদি আর্দ্রতা পায় তাহলে এটি গোলাপি বা লাল রঙ ধারণ করে ফেলে। (চলবে)