দেশের প্রায় নব্বই বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে ভাষাসৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে গল্পকার সেলিম আউয়াল নির্বাচিত হয়েছেন।
মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের আহবায়ক মুকতাবিস উন নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি পদে আফতাব চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মুহিবুর রহমান, মো. রুহুল ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মুকিত অপি এডভোকেট, কোষাধ্যক্ষ পদে মো. জাহেদুর রহমান চৌধুরী, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সহ-লাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলী।
কার্যকরী কমিটির সদস্য হচ্ছেন আরিফুল হক চৌধুরী, মো. আবুল কালাম খান (কালাম আজাদ), অধ্যাপক আতাউর রহমান পীর, শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কামাল তৈয়ব এডভোকেট, ডা. মো. ফয়জুল হক, সালেহ আহমদ খসরু, সৈয়দ মোহাম্মদ তাহের, ইমদাদুল হক নোমানী ও মিনহাজুর রহমান ফয়সল।
২০২৪ সালের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী বিগত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনে দাখিলকৃত একটিমাত্র প্যানেলের ২৫ জন প্রার্থীর মধ্যে ২৪জন বৈধ প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বা দাখিলকারী প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন উক্ত ২৪ জনকে বিজয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে ভাষা আন্দোলন, নজরুল চর্চাসহ সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে। সাহিত্য সংসদের নিজস্ব সাহিত্য সাময়িকী আল ইসলাহ ৯৩ বছর যাবত প্রকাশিত হচ্ছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এছাড়া সম্রাট আওরঙ্গজেবের হাতের লেখা কোরআন শরিফ, মানুষ বিক্রির দলিলসহ মূল্যবান প্রায় সাড়ে চার হাজার আইটেম নিয়ে কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন জাদুঘর দর্শণার্থীদের জন্যে উন্মুক্ত রয়েছে।