পোশাকবিধি নিয়ে দেশজোড়া অশান্তির মধ্যেই হিজাব-বিতর্ককে নতুন মাত্রা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হিজাব পরতে অস্বীকার করার আমেরিকার সাংবাদিক ক্রিস্টিন আমানপোরের সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাৎকার-পর্ব বাতিল করলেন তিনি।
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-প্রতিনিধি ক্রিস্টিনাকে বৃহস্পতিবার রাইসির একান্ত সাক্ষাৎকারের জন্য সময় দেয়া হয়েছিল। জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে যাওয়া রাইসি এখন নিউ ইয়র্কে রয়েছেন। ক্রিস্টিনা নির্ধারিত সময়ে পৌঁছলে প্রেসিডেন্টের দফতরের কর্মকর্তারা তাকে হিজাব (মাথা ঢাকার কাপড়) পরার ‘পরামর্শ’ দেন। কিন্তু আমেরিকার ওই মহিলা সাংবাদিক সরাসরি তা অস্বীকার করে জানান, তার ধর্ম এবং সংস্কৃতি অনুযায়ী এমন পোশাক পরার প্রয়োজন নেই। এর পরে প্রায় ৪০ মিনিট বসিয়ে রাখা হয় ক্রিস্টিন এবং তার সহকারীদের। তার পর রাইসির দফতরের তরফে সাক্ষাৎকার বাতিলের কথা জানানো হয়।টুইটারে এই ঘটনার কথা জানিয়ে ক্রিস্টিন লিখেছেন, ‘সাক্ষাৎকার হয়নি। তাই আমরা চলে এলাম। ইরান জুড়ে বিক্ষোভ চলছে। মানুষের মৃত্যু হচ্ছে। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল।’ সেই সঙ্গে রাইসির জন্য নির্ধারিত খালি চেয়ারের সামনে বসে প্রতীক্ষার ছবিও পোস্ট করেছেন তিনি।
হিজাব না পরার ‘অপরাধে’ আটক তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর প্রতিবাদে পথে নেমেছেন ইরানের কিছু মানুষ। রাজধানী তেহরান-সহ সে দেশের বিভিন্ন অংশে ক্ষোভের আঁচ উত্তরোত্তর বাড়ছে। এ পর্যন্ত হিজাব-বিরোধী আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা ৩০ পেরিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্টের হিজাব নিয়ে ‘অবস্থান’ জানার জন্য ওই সাক্ষাৎকারের আয়োজন করেছিল আমেরিকার সংবাদমাধ্যমটি। কিন্তু সাক্ষাৎকার না দিয়েই সেই অবস্থান স্পষ্ট করে দিলেন রাইসি।
সূত্র : টাইমস নাউ
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার