দ্বিতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে নিজেদের সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। মঙ্গলবার নূর- ২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইজিআরসি)।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ নূর-২ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক-রকেট ‘কাসেদ’। ‘কাসেদ’ অর্থ বার্তাবাহক। এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে।
ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ ২০২০ সালের এপ্রিলে কক্ষপথে পাঠানো হয়। এটি ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করছে। আর নতুন পাঠানো দ্বিতীয় স্যাটেলাইট নূর-২ ভূপৃষ্ঠ থেকে পাঁচশ’ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে।
ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলেছে, নূর-১ পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে।