মস্তিষ্কের জন্য ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন

ফিচার লাইফ স্টাইল স্বাস্থ্য
শেয়ার করুন

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক। কারন, যার মস্তিষ্ক যতো সুস্থ তিনি ততো বেশি সচল। তাই মস্তিষ্কের জন্য উপকারি ও ক্ষতিকর বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত।

আমাদের এমন কিছু অভ্যাস রয়েছে যা মস্তিষ্কের ক্ষতি করে। এসব অভ্যাসের কারণে মস্তিষ্কের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব আমাদের সারাজীবনে দৃশ্যমান হয়। চলুন জেনে নেই এমন কিছু অভ্যাস সম্পর্কে যা বদলে ফেলা খুবই জরুরি-

অত্যধিক রাগঃ
বলা হয় রাগ আমাদের বিবেককে ধ্বংস করে। কিন্তু কিছু মানুষ ছোটখাটো বিষয়ে রেগে যায়। রাগের কারণে রক্তের ধমনিতে চাপ পড়ে, যার খারাপ প্রভাব পড়ে মানুষের মনে। এমন পরিস্থিতিতে ব্যক্তির স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই এখনই শপথ নিন আপনি অত্যধিক বেশি রেগে যাবেন না।

অনিদ্রাঃ

ভাল ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাল ঘুম আমাদের মস্তিষ্কের ক্লান্তি কমায় এবং এর কার্যক্ষমতা বাড়ায়। কিন্তু কিছু মানুষের ঠিকমতো ঘুম হয় না বা দেরিতে ঘুমানোর কারণে তাদের ঘুম সম্পূর্ণ হয় না। এই ধরনের মানুষের মস্তিষ্কের কোষগুলো আরাম করতে পারে না। সেই কারণে তাদের মাথায় ক্লান্তি, অলসতা, ভুলে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। তাই দিনে অন্তত ৯ ঘণ্টা ঘুমানো দরকার। ঘুমানোর আগে ভাল কোনও বই পড়ুন এবং মোবাইলকে নিজের থেকে দূরে রাখুন। এতে আপনি সহজেই ঘুমাতে পারবেন।

প্রাতরাশ না করাঃ

প্রবাদ রয়েছে- সকাল বেলার মুঠি, সারাদিনের খুটি। মানে সকালের খাবার শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে। এটি গ্রহণ না করলে আপনার মস্তিষ্ক দিনের জন্য পর্যাপ্ত পুষ্টি পায় না। এর প্রভাব আপনার মস্তিষ্কে পড়ে। এমন পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না। তাই অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *