এবার গুঞ্জন শোনা যাচ্ছে ভার্চুয়াল কয়েন-টোকেন নিয়ে আসতে পারে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। সূত্রের বরাত দিয়ে এ নিয়ে খবর প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে তারা জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি চালুর প্রজেক্ট ব্যর্থ হলেও অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করেনি ফেসবুকের মালিকানাধীন এ কোম্পানি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রামসহ মেটার বিভিন্ন পণ্যের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। এতে মেটার ব্যবসা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই রাজস্ব আয়ের বিকল্প পথের অনুসন্ধানে সরব মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা।মেটা ফিন্যান্সিয়াল টেকনোলজিস এখন মেটাভার্সের জন্য ভার্চুয়াল মুদ্রা চালুর সম্ভাবনা যাছাই করে দেখছে। মেটার কর্মীরা আপাতত তাদের প্রস্তাবিত কারেন্সির নাম দিয়েছেন ‘জাক বাকস’।