ব্রিটেনে নতুন মন্ত্রী সভায় সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার প্রথম কার্যদিবসে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন নীতি বাতিল করে দিয়েছেন। ২০২২ সালের এপ্রিলে সুনাকের নেতৃত্বে আফ্রিকার দেশ রুয়ান্ডার সঙ্গে পাঁচ বছর মেয়াদি এই চুক্তি হয়েছিল। ২০২২ সালের জুনে রুয়ান্ডায় প্রথম ফ্লাইট পাঠানোর কথা থাকলেও ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায়। ২০২৩ সালের নভেম্বর মাসে এই পরিকল্পনা অবৈধ ঘোষণা করে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। তারপরও সুনাক এটি অব্যাহত রাখার বহু চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট মানবিক বিবেচনায় রুয়ান্ডা পাঠানোকে একটি অবৈধ পরিকল্পনা বলে রায় দিয়েছিল। তারপরও আদালতকে টপকে ঋষি সুনাক আইনটি পার্লামেন্টে পাস করেন।

অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কোনো কার্যকরী পদক্ষেপ ছিল না বলে মন্তব্য করে নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘যে পরিকল্পনা কোনো কাজে আসে না, সে কৌশল আমি চালু রাখব না।’ এভাবেই সুনাকের রুয়ান্ডা নীতি শুরু হওয়ার আগেই এটির মৃত্যু ও সমাধি ঘোষণা করেছেন তিনি। শনিবার (৬ জুলাই ২০২৪) মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কিয়ার স্টারমার। তিনি জানালেন, যারা নৌকায় করে আসেন, তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র ১ শতাংশ। বিষয়টি মানব পাচারকারী সিন্ডিকেটগুলো ভালো করেই জানে। ফলে ঝুঁকিপূর্ণ উপায়ে তারা লোকজনকে ইউরোপে নিয়ে আসা অব্যাহত রেখেছে।

নতুন মন্ত্রীসভা

প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর আজ শনিবার সকালে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কার্যদিবস শুরু করেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুরুতেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ও নতুন পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। নতুন সরকারে উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্যমন্ত্রী, লিজ কেন্ডাল শ্রম ও কারামন্ত্রী, স্টিভ রিড পরিবেশমন্ত্রী, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী; লিসা নন্দী সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে শাবানা মাহমুদ পাকিস্তানি ও লিসা নন্দী ভারতীয় বংশোদ্ভূত।

দিনের শুরুতেই ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন স্টারমার। সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বড় চ্যালেঞ্জ মোবাবেলার জন্য প্রস্তুতির আহবান জানান তিনি। এরমধ্যে রয়েছে- জাতীয় স্বাস্থ্য পরিষেবাকে ঠিক করা, সীমান্ত নিরাপদ করা, সড়কে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, স্থবির অর্থনীতিকে সচল করা, সরকারি সেবাগুলোকে ঠিক করা ও দীর্ঘদিন ধরে মানুষের জীবনযাত্রার যে ব্যয় বেড়েছে, তাতে সামঞ্জস্য আনা ও আবাসস্থল সংকটের সমাধান করা।

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *