ব্রিটেনের জজ বেলায়েত হোসেন-সহ বিশিষ্টজনের হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন

প্রবাসী বাংলাদেশ সিলেট
শেয়ার করুন

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (মিয়ার বাজার ফাজিল মাদ্রাসা) পরিদর্শন করেছেন ব্রিটেনের খ্যাতিমান আইনজীবী জজ বেলায়েত হোসেন-সহ প্রবাসী ও স্বদেশী বিশিষ্টজনের একটি প্রতিনিধিদল।

বিশ্বনাথ রায়কেলী নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী জজ বেলায়েত হোসেন সাহেব মাদ্রাসার তিন তলা বিশিষ্ট হিফজ বিভাগের ‘হাজী হায়াত উল্লাহ ভবন’ দাতা।

জজ সাহেব মাদ্রাসা পরিদর্শন কালে সাথে ছিলেন হাতিয়া নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা জনাব ড. এ ডি এম ইউনুছ সাহেব, ফেঞ্চুগঞ্জ নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা জনাব জজ নজরুল খসরু সাহেব, ঢাকা সাভার নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দাতা জনাব শিহাব উদ্দিন খাঁন সাহেব, বিয়ানীবাজার নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা জনাব মোছাদ্দেক আহমেদ সাহেব, বিশ্বনাথ নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও দাতা জনাব মারফত আলী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও দাতা জনাব এডভোকেট মখলিসুর রহমান সাহেব, হাতিয়া নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও দাতা জনাব ইব্রাহিম ইউনুছ সাহেব, হাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: ইদ্রিস সাহেব, হাতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব সুলাইমান আহমদ সাহেব, সিরামিশি নিবাসী, কাউন্সিলর জনাব মো: আব্দুল মতিন সাহেব এবং সিলেট সুবিদ বাজার নিবাসী জনাব মো: নজরুল ইসলাম সাহেব।

প্রবাসী ও স্বদেশী বিশিষ্টজনের শুভাগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। মাদ্রাসা কনফারেন্স হলে অধ্যক্ষ হযরত মাওলানা মো: আব্দুল মুক্তাদির খান সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো: পিয়ার মাহমুদ সাহেবের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো: নজমুল ইসলাম চৌধুরী সাহেব।

সম্মানিত অতিথিবৃন্দ অত্রাঞ্চলের উন্নয়ন তথা দেশ গঠনে এই প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে মেহমানদের স্বাগত জানান মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান সহ আসাতাজায়ে কেরামবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দ মাদ্রাসা বিশেষ করে হিফয শাখা পরিদর্শন করেন এবং মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *