যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী রাইশি সুনাক ক্ষমতাসীন টরি দলের এমপিদের দ্বিতীয় দফা ভোটেও শীর্ষ স্থান লাভ করেছেন। ফলে দলের নেতা হওয়ার পাশাপাশি তিনি বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়েও এগিয়ে থাকলেন।
রক্ষণশীল দলের এমপিরা তাদের দলীয় নেতা নির্বাচনের জন্য গতকাল ১৫ জুলাই, বৃহস্পিবার দ্বিতীয় দফায় ভোট দেন। এই ভোটে তার পরের অবস্থানে রয়েছেন পেনি মরডান্ট। গত বুধবার অনুষ্ঠিত প্রথম দফা ভোটেও প্রথম হন সুনাক।দেশটিতে যিনি দলীয় নেতা নির্বাচিত হবেন, তিনিই হবেন পরবর্তী বৃটিশ প্রধানমন্ত্রী
টরি দলের পক্ষ থেকে বলা হয়, গতকালের ভোটে পুনাক পান ১০১ এমপির সমর্থন। মরডান্ট পান ৮৩ ভোট। তাছাড়া লিজ ট্রুস ৬৪, কেমি বাডেনচ ৪৯ , টম তুজেনধাত ৩২ ও সুলে ব্রাভার্মান ২৭ ভোট লাভ করেন। সবচেয়ে কম ভোট পাওয়ায় এই প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন ব্রাভার্মান।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার