অবশেষে বিশ্বব্যাপী চালু হলো নতুন অ্যাপ ‘গুগল ওয়ালেট’। গত মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও সম্মেলনে গুগল জানিয়েছিল, তাদের গুগল পে অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের বিভিন্ন ফিচার সংযুক্ত করে নতুন অ্যাপ উন্মুক্ত হবে।
এখন গুগল ওয়ালেট আনুষ্ঠানিকভাবে চালু এবং বিশ্বের ৩৯টি দেশ থেকে ডাউনলোড করা যাচ্ছে। যদিও কিছু দেশে এ অ্যাপটি ভিন্নভাবে কাজ করবে। গুগল ওয়ালেটের সঙ্গে পেমেন্ট সুবিধার পাশাপাশি আরও কিছু ফিচার থাকছে।যেমন ভ্যাকসিন কার্ড, ট্রানজিট ও ইভেন্ট টিকিট, বোর্ডিং এবং লয়্যালিটি পাশ সংরক্ষণ করে রাখার সুবিধা থাকছে। এসব ফিচার অনেকটাই অ্যাপল ওয়ালেটের মতো। তবে গুগল ওয়ালেটে বাড়তি কিছু সুবিধা থাকছে, এতে অন্যান্য গুগল অ্যাপ যেমন ম্যাপসের ইন্টিগ্রেশন থাকছে। কারও কারও কাছে গুগল ওয়ালেট নামটি পরিচিত মনে হতে পারে।
২০১১ সালে গুগল একই নামে একটি অ্যাপ উন্মোচন করেছিল। সেটির ফিচার পরে গুগল পে’তে সন্নিবেশিত করা হয়। এখন গুগল পে অ্যাপের অধিকাংশ ফিচারই গুগল ওয়ালেটে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার